Breaking News

LPG GAS CYLINDER PRICE HIKE: দিল্লিতে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা, আজ দুপুর থেকেই নতুন দাম কার্যকর হবে।

LPG Gas Cylinder Price Hike: ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।আজ দুপুরের পর থেকে অতিরিক্ত ৫০ টাকা করে প্রতি সিলিন্ডারে দিল্লির গ্রাহকদের  দিতে হবে। দেশের রাজধানী দিল্লিতে গ্যাসের সিলিন্ডারের দাম হল ৭৬৯।  

gas cylinder price hike, today price, lpg gas
রান্নার গ্যাস 


নয়া দিল্লিঃ রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধিতে আতঙ্কিত মধ্যবিত্তরা ।দিল্লিতে ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder Price HIKE) দাম ৫০ টাকা বেড়েছে। যদিও নতুন দাম আজ দুপুর ১২টার পর কার্যকর হবে। উপরন্তু, মূল্য বৃদ্ধির পর, দিল্লির সাধারন মানুষকে  এখন 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের (LPG Gas Cylinder Price HIKE) জন্য 769 টাকা দিতে হবে।এর আগে দিল্লিতে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ৬৯৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৯ টাকা করা হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পায়। আবার, এদিন ৫০  টাকা দাম বাড়ায় মাথায় বাজ পড়েছে আম আদমির উপর।

প্রতি মাসে  এল পিজি গ্যাসের দাম বেড়েই (LPG Gas Cylinder Price HIKE)  চলেছে। ১ ফেব্রুয়ারি শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯০ টাকা বাড়ানো হয়েছে। এই সিধান্তের  পরে দেশের রাজধানীতে ১৫৩৩.০০ টাকা, কলকাতায় ১৫৯৮.৫০ টাকা, মুম্বাইয়ে ১৪৮২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ১৬৪৯.০০ টাকা । কিন্তু গৃহস্থালির জন্য ব্যবহৃত  গ্যাসের দাম পরিবর্তন করা হয়নি। কিন্তু  দিল্লিতে  রবিবার 50 টাকা  দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে । দেশে এলপিজি গ্যাস ব্যবহারকারীর সংখ্যা প্রায় 99.5 শতাংশ পৌঁছেছে।

দেশে প্রায় 28.9 কোটি এলপিজি ভোক্তা  নতুন করে যোগ করা হয়েছে। জানুয়ারিতে এলপিজির দাম না বাড়লেও ডিসেম্বরে দুটি বৃদ্ধির কারণে দিল্লিতে এলপিজির দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা বেড়ে যায়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ফের  ৫০ টাকা দাম বৃদ্ধি  দেখে চিন্তায় পরে গেছে দিল্লির জনগণ

 

 

কোন মন্তব্য নেই